লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা জামায়াতে আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া বলেছেন,এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর উপর জাতির প্রত্যাশা অনেক বেশি। যা অতীতে জামায়াতকে নিয়ে জাতি এতো প্রত্যাশা করেনি।.
.
রবিবার (০২রা) নভেম্বর দুপুরে সদর উপজেলার কাজিদিঘীর পাড় বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।.
.
রুহুল আমীন ভূঁইয়া বলেন,আগামী দিনে জাতি নতুন প্রত্যাশা লক্ষ করছে। এক দল ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নতুন স্বেচ্ছাচারিতার নতুন কায়দায় শুরু করেছে। জুলাই আগস্টের সংস্কার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধিতা করছে। জুলাই বিপ্লবকে স্বীকৃতিদানের জন্য যে সরকার গণভোটের দাবি এনেছে। তারা চাচ্ছে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হোক। কিন্তু গণভোটের রায়ের প্রেক্ষিতেই তো নির্বাচন হবে। একত্রে কেমনে হয়? এজন্য আগামী সংসদ নির্বাচন নির্দিষ্ট সময় হবে এবং অনতিবিলম্বে গণভোট হতে হবে। .
.
তিনি আরও বলেন,বিজয় আমাদের সুনিশ্চিত আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক,টেন্ডারবাজ, চাঁদাবাজ, ছিনতাই -রাহাজানি, দূর্নীতি ও সালিশ বাণিজ্য মুক্ত জাতি গড়তে চাই।এজন্য অপরাধপ্রবণ মানুষের সাথে যুদ্ধ করতে হবে। তাই সকলকে আমাদের সাথে থাকার আহ্বান করছি। .
.
এইসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা আনোয়ার পাটোয়ারী,উত্তর হামছাদী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ তোহা, বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মনজুরুল কবির। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন প্রমুখ। .
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: